FAQ

 Frequently Asked Questions

  • Q :  ০১.ডিজিটাল বুথে কি সরাসরি ট্রেড করা যাবে?
  • A :  উত্তরঃ যাবে।
  • Q :  ০২.টাকা কিভাবে জমা করব?
  • A :  উত্তরঃ সরাসরি এন এল আই সিকিউরিটিজ লিমিটেডের ডিজিটাল বুথে টাকা জমা করতে পারবেন অথবা এন এল আই সিকিউরিটিজ লিমিটেডের ব্যাংক একাউন্টে জমা করা যাবে ।
  • Q :  ০৩.শেয়ার কেনার জন্য কি ‍নিউজ দেওয়া হয় ?
  • A :  উত্তরঃ না। নিউজ দেওয়া আইনসিদ্ধ নয়।
  • Q :  ০৪.সর্বনিম্ন কত টাকা হলে ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করা যায়?
  • A :  উত্তরঃ সেকেন্ডারী মার্কেটে ১৫,০০০/২০,০০০ টাকা দিয়ে মিউচ্যুয়ালফান্ডে বিনিয়োগ শুরু করা যায়।
  • Q :  ০৫.টাকা তুলতে হলে কি করতে হবে?
  • A :  উত্তরঃ ওয়েব সাইটে গিয়ে রিক্যুইজিশন দিলে টাকা বিনিয়োগকারীর ব্যাংক হিসাবে চলে যাবে ।
  • Q :  ০৬.শেয়ার ক্রয় করতে চাইলে কখন টাকা দিতে হবে?
  • A :  উত্তরঃ নতুনদের ক্ষেত্রে বিও একাউন্ট আগের দিন খোলা হলে সকালে নগদ টাকা দিলে সম্ভব হলে ঐদিনই ট্রেড চলাকালীন শেয়ার ক্রয় করা যাবে।
  • Q :  ০৭. ডিজিটাল বুথের আইন ভিত্তি আছে কি?
  • A :  উত্তরঃ সরকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটি একচেন্জ কমিশনের অনুমতি নিয়ে ডিজিটাল বুথ পরিচালনা করা হয়।
  • Q :  ০৮. মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানির মতো বিনিয়োগের টাকা কি হারিয়ে যেতে পারে?
  • A :  উত্তরঃ বিনিয়োগকারীর টাকা শুধুমাত্র বিনিয়োগকারীর একাউন্টে জমা হবে। অন্য কেউ টাকা উত্তোলন করতে পারবেনা।
  • Q :  ০৯. বিনিয়োগকারীর অনুমতি ছাড়া কি বিনিয়োগকারীর একাউন্টে অন্য কেউ শেয়ার দিতে পারবে?
  • A :  উত্তরঃ পারবেনা।
  • Q :  ১০. শেয়ার বিক্রি করে ক্যাশ টাকা উত্তোলন করা যাবে?
  • A :  উত্তরঃ টাকার জন্য রিক্যুইজিশন দিলে টাকা মেচুরড হবার পর বিইএফটিএনের মাধ্যমে বিনিয়োগকারীর ব্যাংক একাউন্টে জমা হবে।